| |
               

মূল পাতা আন্তর্জাতিক ভারতে টুপি পরার কারণে মুসলিম যুবককে হত্যা


ভারতে টুপি পরার কারণে মুসলিম যুবককে হত্যা


শেখ আশরাফুল ইসলাম     26 May, 2025     02:27 PM    


ভারতে আরও এক মুসলিম যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করেছে হিন্দুত্ববাদীরা। নিহত ফেরদৌস আলম (আসজাদ বাবু) হরিয়ানার বিহারে কিষাণগঞ্জ জেলার কোচধামন ব্লকের কাইরি-বীরপুর গ্রামের বাসিন্দা।

সোমবার (২৬ মে) মুসলিম মিরররের এক সংবাদ থেকে এই তথ্য জানা যায়।

সংবাদমাধ্যমটি বলছে, গত ২৪ মে সন্ধ্যা ৭-৮টার দিকে আসজাদ তার বন্ধুদের সাথে দেখা করতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। এসময় একদল হিন্দু কিশোর আসজাদের মাথার টুপিটি ছিঁড়ে ফেলে দেয়। আসজাদ যখন টুপিটি তুলতে নিচু হয়, তখন অভিযুক্ত লাঠি দিয়ে তার মাথায় প্রচণ্ড আঘাত করে। এসময় গুরুতর আহত হয় আসজাদ। তারপর তাকে হাসপাতালে নেওয়া হলে পরের দিন সকালে তার মৃত্যু হয়।

এই খবর প্রকাশের পর থেকে কোচাধামানের প্রাক্তন বিধায়ক মুজাহিদ আলম স্থানীয় বাসিন্দা, হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের সাথে যোগাযোগ রাখছেন। প্রথমে আসজাদের বড় ভাই, শ্বশুর এবং স্ত্রী আইনি পদক্ষেপ নিতে দ্বিধাগ্রস্ত ছিলেন। তবে তার শ্বশুরের দেওয়া সাহসে পরিবার থেকে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। 

ময়নাতদন্তের পর, আসজাদের মরদেহ গভীর রাতে ফ্লোরা সেক্টর ২৯-এর কবরস্থানে দাফন করা হয়।

সূত্র : মুসলিম মিরর